
ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের সঙ্গে চার গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় ড্রিমল্যান্ড বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান ও হ্যান্ডট্রলির সংঘর্ষ ঘটে।
এ প্রসঙ্গে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ওই বাস ও অটোরিকশার কাছাকাছি থাকা দ্রুতগতির আরেকটি অটোরিকশা, কাভার্ডভ্যান ও হ্যান্ডট্রলি পেছনে ধাক্কা দেয়। এতে দশজন আহত হন। আহত দশজনের একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সে সময় ময়মনসিংহের সাথে শেরপুর, হালুয়াঘাট ও দোবাউড়ার যোগাযোগ বন্ধ হয়ে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারাকান্দা থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতের নাম ঠিকানা সংগ্রহের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।