রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ: চ্যাম্পিয়ন অবিবাহিতরা

আব্দুল্লাহ আল-আমিন,নকলা (শেরপুর):

ছবি-কালের সকাল

ছবি-কালের সকাল

শেরপুরের নকলা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের মোফাজ্জলিয়া দাখিল মাদরাসা মাঠে গণ অধিকার পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক তত্বাবধানে এ খেলা হয়।

টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ২-০ গোলে বিজয় ছিনিয়ে আনে অবিবাহিতরা।

প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন শেরপুর ২ (নকলা নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী কাজী হায়াত

নকলা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজত মেম্বার, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক, জামাত নেতা প্রভাষক মোঃ আজাহার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজ থেকে কৌশলে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে প্রায়শই এধরনের খেলার আয়োজন করেন তারা। এতেকরে সামান্য হলেও সমাজ থেকে আস্তে আস্তে অপরাধ নির্মূল হচ্ছে বলে তারা আশা ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com