রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের নকলা উপজেলার এক তরুণের স্কুলব্যাগে মানব কঙ্কাল, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার

নিউজ রুম-

মানব কঙ্কাল সহ যৌথ বাহিনীর অভিযানে আটক মাসুদ রানা (২২)

মানব কঙ্কাল সহ যৌথ বাহিনীর অভিযানে আটক মাসুদ রানা (২২)

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে তল্লাশির সময় স্কুলব্যাগে মানুষের তিনটি কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার (২০ জুন) ভোরে উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেহরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির নাম মাসুদ রানা (২২)। তিনি শেরপুরের নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। ওই দুজন কঙ্কাল পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে ভালুকার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথ বাহিনীর নিয়মিত টহল চলছিল। মহাসড়কের ওই এলাকায় বাসে ওঠার সময় দুই তরুণকে সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগগুলো তল্লাশি করতে চান যৌথ বাহিনীর সদস্যরা। তখন তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় মাসুদ রানাকে মেহরাবাড়ী বাজার থেকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি ও কঙ্কাল পাওয়া যায়। এগুলো ভালুকা মডেল থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে বলেন, কঙ্কাল বিক্রির জন্য ওই চক্রের সদস্যরা ঢাকায় যাচ্ছিলেন। তাঁরা দীর্ঘদিন বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল তুলে ঢাকায় নিয়ে বিক্রি করেন। প্রতিটি কঙ্কালের দাম ৫ হাজার থেকে ৭ হাজার টাকা। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হবে। আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com