রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে প্রেমসংক্রান্ত ঘটনায় নিহত নেহালের সেই প্রেমিকা শান্তা ও তার ভাবী আটক

মোঃ কামরুল ইসলাম খান

ছবি-কালের সকাল

ছবি-কালের সকাল

ময়মনসিংহের ফুলপুরে প্রেমসংক্রান্ত ঘটনায় নিহত সেই আবু রায়হান নেহালের প্রেমিকা শান্তা (১৭) ও তার ভাবী রিমা আক্তার (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) অভিযান চালিয়ে ফুলপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ফুলপুর এলাকায় ব্যাপক আলোচিত ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান নেহালকে প্রেমঘটিত কারণে হত্যা করা হয়। ওই ঘটনায় সংঘাতে জড়িত অভিযোগে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী শান্তা (১৭)কে জামালপুরের ইসলামপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে গাজীপুর শিশু কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, তদন্তে প্রাপ্ত আসামি প্রেমিকা শান্তার ভাবী সাগরের স্ত্রী রিমা আক্তার (২৫)কে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ফুলপুর থানার চৌকস অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল হাদির নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রিমাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও খুঁজছে পুলিশ।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com