
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ৩ দিনপর আবু রায়হান নেহাল (১৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০ টার দিকে ভাইটকান্দি সখল্লা গ্রামের জনৈক সোবহানের বাসার পিছনের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এই লাশ উদ্ধার করা হয়। আবু রায়হান নেহাল হরিণাদি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র এবং ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবু রায়হান নেহাল (১৭) শুক্রবার (১৩ জুন) রাত ১১ টার দিকে ভাইটকান্দি সখল্লা মোড় এলাকা থেকে নিখোঁজ হয। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১৬ জুন) রাত অনুমান ১০ দিকে সখল্লা গ্রামের জনৈক সোবহানের বাসার পিছনের টয়লেট থেকে পচা লাশের গন্ধ পায় লোকজন। পরবর্তীতে সোবহানের টয়লেটের ট্যাংকির ঢাকনা সরালে ভিকটিম আবু রায়হান নেহালের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ নিজ হেফাজতে নেন এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।