রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

ছবি-কালের সকাল

কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাইলেন্সের শিকার হবার ঘটনায় জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ রোববার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা, নৈতিক সমাজ রাজনৈতিক দলের যুগ্ন সম্পাদক মো: মাজেদ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো: মিনহাজুল ইসলাম মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া মিঞা, ভুরুঙ্গামারি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: রইচ উদ্দিন বাদশা, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, মব ভায়োলেন্সের শিকার দৈনিক সময়ের কাগজের কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোস্তফা কামাল ও দৈনিক মুক্ত খবর পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।

উপস্থাপনার দায়িত্বে ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশীর্বাদ রহমান। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন- মব ভায়োলেন্সের শিকার দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সাংবাদিকগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে।

প্রতিবাদ সভা শেষে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com