
ময়মনসিংহের ফুলপুরে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুকুজ্জামান ওরফে ফারুক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ জুন) রাত ১০.৩০ এ অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ফারুক ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলী সরকারের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ফারুকে মাদকদ্রব্যসহ ফুলপুর থানার একটি চৌকস পুলিশ টিম গ্রেফতার করেছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (১০ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: ১৭৯