রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাচ্ছির সাথে বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

নিউজ রুম-

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার তিতাসে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে দুই মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন বাবা মনু মিয়া।

সোমবার (৯ জুন) ভোরে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন- তুলাকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়া ও তার দুই মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুলাকান্দি গ্রামের মোকবুল হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী মনু মিয়া। মনু মিয়ার দুই মেয়ে মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫) বাকপ্রতিবন্ধী। একই পরিবারে একাধিক ব্যক্তি বাকপ্রতিবন্ধী হওয়ায় মানুষজন কটু কথা বলায় সহ্য করতে না পেরে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে মেয়ে মনিরা ও সানজু আল ফাতেহাকে খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, বাকপ্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বাকপ্রতিবন্ধী, দারিদ্র্য ও পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com