
বগুড়ার শাজাহানপুর উপজেলায় চার বছরের ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ্ মাঠে যাচ্ছিলেন চাঁন মিয়া (৩৬)। পথে একটি গাড়ির চাপায় বাবা-ছেলে নিহত হয়েছে। তাঁর ছেলের নাম আবদুল্লাহ (৪)।
শনিবার (৭ জুন) সকাল আটটার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বামুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ঈদের নামাজ আদায়ের জন্য আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে বামুনিয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে যাচ্ছিলেন চাঁন মিয়া। ঈদের নামাজ শুরু হওয়ায় তাঁরা তড়িঘড়ি করে ঢাকা-রংপুর মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাতপরিচয় একটি যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: ২৩৭