রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন‍্য ড্র করেছে আনচেলত্তির ব্রাজিল

নিউজ রুম-

ফাইল ছবি

ফাইল ছবি

ইকুয়েডর 0: 0 ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারস ম্যাচে ইকুয়েডরের মাঠে গোলশূন্য ড্র করে ব্রাজিল। আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে জয় আশা করেছিল ব্রাজিল ভক্তরা।

তবে বল দখল, গোলের উদ্দেশ্যে শট ও সুযোগ তৈরি—প্রতিটি সূচকেই এদিন এগিয়ে ছিলো ইকুয়েডর। ৫৩% বলের দখলের পাশাপাশি টার্গেটে শটও ব্রাজিলের চেয়ে একটি বেশি ছিলো দলটির। শুধু তাই নয় সেলেসাওদের চেয়ে গোলের উদ্দেশ্যে অন্তত চারটি বেশি শট নিয়েছে ইকুয়েডর। পাসিং অ্যাকুরেসিতেও পিছিয়ে ছিলো আনচেলত্তি শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে ইকুয়েডরের। ২২ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম সুযোগ তৈরি করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার নেয়া শট ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক গানসালো ভাইয়।

তবে মিনিট পাঁচেকের মধ্যে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করে ইকুয়েডর। ফাঁকা পোস্ট পেয়েও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ দলের আক্রমণভাগ।

বিরতির পর আরও ছন্দহীন সেলেসাওদের শিবির। ভালো দু’টি সুযোগ নষ্ট না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ইকুয়েডর। বেশ কিছু পরিবর্তন এনেও দলকে ছন্দে ফেরাতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। ড্রয়ের হতাশার চেয়ে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে বেশি ভাবাবে শিষ্যদের বিবর্ণ পারফরমেন্স।

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে এটি পঞ্চম ড্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থান ধরে রেখেছে তারা। আর ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে অবস্থান ইকুয়েডের।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com