
শেরপুরের নকলা উপজেলায় ফাহিম মিয়া (২০) নামে বালুটানা মাহিন্দ্র ড্রামট্রাকের চালক বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৫জুন) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাহিন্দ্র ড্রাইভার জামালপুর জেলার লহ্মীরচর ইউনিয়নের বারোমারি গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা ঘাট থেকে কালাম মিয়া নামের এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রামট্রাক দিয়ে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছিলো। এ সময় বালুবাহী ড্রামট্রাকের চালক সুইচ টিপে ড্যাম্পার উঠিয়ে জমিতে বালু ফেলার সময় ড্যাম্পারটি পাশ দিয়ে টানা বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায়। এতে পুরো ড্রামট্রাকটি বিদ্যুতায়িত হয়ে চালক ফাহিম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে কি না সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।