রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে মাথার পাঁচটি খুলি ও হাড় উদ্ধার, গ্রেফতার-১

নিউজ রুম-

পরিত্যক্ত ব্যাগ থেকে মানুষের মাথার পাঁচটি খুলি ও হাড়গোড় উদ্ধার। ছবি-কালের সকাল

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ব্যাগে থাকা মানুষের মাথার পাঁচটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার পৌর শহরের চাউলের বাজার এলাকা থেকে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়।

এই ঘটনায় আটক ব্যক্তির নাম মোহাম্মদ মানিক (৪০)। তিনি ময়মনসিংহ জেলার অষ্টধার ইউনিয়নের সেনপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে। তাঁর শ্বশুরবাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকায়। তিনি কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পৌর শহরের চাউলের বাজারের নির্মাণাধীন দোকানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্যাগটি নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ জাগে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ব্যাগটি থেকে মানুষের মাথার পাঁচটি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করে। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে তাঁর শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, মাথার খুলি ও হাড়গুলো বেশ পুরোনো। বিক্রির জন্য কোনো কবরস্থান থেকে উঠিয়ে আনতে পারে।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করেছেন। এ ধরনের কাজ এর আগেও তিনি করেছেন। কঙ্কাল চুরির ঘটনায় এর আগেও তাঁর নামে মামলা রয়েছে। থানায় নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com