রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্য

নিউজ রুম-

প্রতিকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিতবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালেকের ৩ মেয়ের মধ্যে সবার ছোট ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, পুকুর পাড়ের নিকটে পানিতে কাঁঠাল পড়ে ছিলো। হয়তোবা ওই কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তলিয়ে মৃত্যু বরন করে থাকতে পারে।

পানিতে ডুবে শিশু মৃতের সত্যতা নিশ্চিত করে টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল বলেন জীবন শুরু না হতেই একটি প্রদীপ নিভে যাওয়ায় আমরা খুবই মর্মাহত।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com