
ময়মনসিংহের ফুলপুরে কুরবানির গরুবাহী ট্রাক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে দুইজন আটক হয়েছেন। রবিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ইন্দিরাপাড় সাহিদা অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর লোকজন তাদেরকে ফুলপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
আটককৃতরা হলেন, ফুলপুর পৌরসভার শিববাড়ী রোডের বাসিন্দা মৃত শামসুল হকের ছেলে কাওছার আহমেদ (২৮) ও মুক্তিযোদ্ধা সংসদের বিপরীতে বসবাসকারী মুখলেসুর রহমানের ছেলে আনিসুজ্জামান ওরফে রাজু (২৫)।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্তে মামলা হয়েছে। আজ রবিবার (২ জুন) দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views: ১৬৮