রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় ২ মণ গাঁজাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ রুম-

গ্রেফতারকৃত ছাত্রদল নেতা রাসেল মাহমুদ এবং জব্দকৃত গাঁজা ও পিকআপ ভ্যান। ছবি- সংগৃহীত

গ্রেফতারকৃত ছাত্রদল নেতা রাসেল মাহমুদ এবং জব্দকৃত গাঁজা ও পিকআপ ভ্যান। ছবি- সংগৃহীত

ঢাকায় পিকআপ ভ্যান ভর্তি ৮২ কেজি গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০-এর একটি দল।

গত বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত রাসেল মাহমুদ শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তার সঙ্গে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত বাকি তিনজন হলেন একই ইউনিয়নের মানরা গ্রামের মো. ইউসুফ, ব্রাহ্মণপাড়া সদর ছাতিয়ানি গ্রামের সুজন, একই উপজেলার মাধবপুর গ্রামের সাইফুল ইসলাম সাব্বির। সে সময় তাদের সঙ্গে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব জানায়, ঢাকার শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮২ কেজি গাঁজাসহ তার সহযোগী তিনজন এবং একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ ভূঁইয়া বলেন, মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি সঠিক। রাতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com