রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও বনভোজন ২০২৫ অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন

শিক্ষক-কর্মকর্তাদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি- কালের সকাল

শিক্ষক-কর্মকর্তাদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি- কালের সকাল

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আয়োজনে শিক্ষক ও কর্মকর্তাদের নবীন বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বনভোজন ২০২৫ খ্রি: অনুষ্ঠিত হয়েছে। আজ রোজ শনিবার সকাল ১০ ঘঠিকার সময় কালব রিসোর্টে অনুষ্ঠান টি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুর রহিম শেখ সভাপতি অনুষ্ঠান পরিচলন কমিটি। সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক, ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: সোহাগ হোসেন, সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মীরপুর, ঢাকা। নুরুন্নাহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কালীগঞ্জ। জামিয়া আক্তার,থানা প্রাথমিক শিক্ষা অফিসার, মীরপুর, ঢাকা সহ হাবিবা আফরিন, বোরহান আহমেদ, আহমেদ হোসেন বেলাল, মো:দেলোয়ার হোসেন, তাসলিমা পারভীন, খাযের উদ্দিন মোল্লা এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাস্টার, শেখ সেলিম, ওসমান গনি, বিবেকানন্দ সহ অসংখ্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করেন পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত সকলের সাথে তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন দুপুরে মধ্যান্যভোজের পরে পুনরায় আলোচনা ও স্মৃতিচারণ এবং সংগীত অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত হয়।

বিশেষ অতিথি মোঃ সোহাগ হোসেন বলেন এ ধরনের মহতী উদ্যোগ যারা নিয়েছেন তাদের আমি শ্রদ্ধা জানাই ।প্রতিটি উপজেলায় এরকম অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। এ ধরনের অনুষ্ঠানে সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায় ,কর্মের স্বীকৃতি মাধ্যমে সম্মানিত হয়। আজকের এই অনুষ্ঠান শিক্ষকদের জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের। পাশাপাশি যারা প্রবীণ এবং নবীন তাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখেন মোয়াজ্জেম হোসেন রাসেল, সেলিম আলমগীর, আলী হোসেন পাঠান, আব্দুল আল শাকিল, শফিকুল আলম, মোরশেদুল আলম, গোলজার হোসেন, তরিকুল ইসলাম, মহসিন মিয়া, আল আমিন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com