
১২টি ক্যাটাগরিতে ২১০ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আহবান করেছে।
নিয়োগকর্তার/সংস্থার নাম: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নিয়োগকর্তার/সংস্থার ধরন: সরকারি
চাকরির ধরন: সরকারি চাকরি।
চাকরির সময়: স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)
জব ক্যাটাগরি: ১২টি।
মোট লোক সংখ্যা: ২১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/দশম শ্রেণি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
লিঙ্গ: নারী ও পুরুষ।
অভিজ্ঞতার: নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স: ০১ জুন ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন: গ্রেড ৮,২৫০/- থেকে ৬৭,০১০/- টাকা
আবেদন করার পদ্ধতি/ধরন: অনলাইনে https://caab.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে
আবেদন ফি: ৫৬, ১১২, ১৬৮ ও ২২৩/- টাকা, পদ অনুযায়ী হবে।
ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে
প্রকাশের তারিখ: ২৭ মে ২০২৫ ইং।
আবেদন শুরুর দিন: ০৩ জুন ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন: ২৯ জুন ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
কর্তৃপক্ষের ওয়েবসাইট: বিস্তারিত জানতে ভিজিট করুন https://caab.portal.gov.bd/