রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

মোঃ কামরুল ইসলাম খান

দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে

দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৩০ মে) বাদ জুমা পৌর শহরের হাজী কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন হেলু’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ আমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, কুদরত আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রুবেল, জেলা উত্তর যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ দলীয় সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করেন। এ উপলক্ষে জেলাব্যাপী দু’হাজার অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় সকল উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com