রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারী বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ রুম-

সেতু ভেঙে প্লাবিত গ্রাম (ফাইল ছবি)

সেতু ভেঙে প্লাবিত গ্রাম (ফাইল ছবি)

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় প্রায় আড়াই দশক আগে আয়মন নদীর ওপর নির্মিত সেতুটি ধসে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি এবং স্থানীয় লোকজন এ ঘটনার জন্য পানি উন্নয়ন বোর্ড-পাউবোর অপরিকল্পিত নদী খননকে দায়ী করলেও সংস্থাটি অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামের আয়মন নদীর উপর সেতুটি ‘গহুর মোল্লার ব্রিজ’ নামে পরিচিত। ২০০১ সালের দিকে এলজিইডি সেতুটি নির্মাণ করে।

গত কয়েকদিন যাবত ভারী বৃষ্টিতে আয়মন নদীতে পানির চাপ বৃদ্ধি পায়। এতে সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাটাতন ধসে পড়ে। এতে দুই পাড়ের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

সেতুটি পুনঃসংস্কার না করেই অপরিকল্পিতভাবে আয়মন নদী খনন কাজ করে পাউবো। ফলে সেতুর গোড়ার মাটি সরে গিয়ে সেটি নড়বড়ে হয়ে পড়ে। স্রোত আর পানির চাপে সেটি ধসে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে এলজিইডি মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “সেতুটি আমরাই নির্মাণ করেছিলাম। কিন্তু পাউবো অপরিকল্পিতভাবে নদী খনন করার কারণে সেতুটি ভেঙে গেছে। মানুষের দুর্ভোগ কমাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। পরে পুনরায় সেতুটি করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করব।”

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “সেতুটি ভেঙে পড়েছে শুনেছি। এরই মধ্যে সেটি পরিদর্শনে যাওয়ার কথা ভাবছি। কিন্তু টানা বৃষ্টিতে এখনও যেতে পারিনি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, “আমরা নদী খনন করার আগে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি সেতু সংরক্ষণ করার জন্য। সেতুর দুইপাশে ৩০ মিটারের মধ্যে আমরা কোনো খনন কাজ করিনি। এখন যদি সেতু ভেঙে পড়ে তাহলে দায় কেন আমরা নেব?”

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com