রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবিতে রদবদল, নতুন সভাপতি বুলবুল

নিউজ রুম-

আমিনুল ইসলাম বুলবুল (ফাইল ছবি)

আমিনুল ইসলাম বুলবুল (ফাইল ছবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ট ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।

এক দিন আগে (বৃহস্পতিবার) বিসিবি পরিচালক হয়ে বোর্ড সভায় অংশ নিয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে একই পদ্ধতিতে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির বস হয়েছিলেন ফারুক আহমেদ।

এর আগে গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। বিসিবির সংখ্যাগরিষ্ট ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে চিঠি দেন। পরিচালকের পদ হারানোয় তিনি বিসিবি সভাপতির পদও হারান। যদিও ফারুক আহমেদ আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এবং আইসিসির কাছে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন বলে জানা গেছে।

আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক। তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি আইসিসির চাকরিতে ছিলেন। আইসিসির অধীনে এশিয়ান ক্রিকেট ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন আমিনুল। 

বিসিবিতে যোগ দেওয়ার ক্ষেত্রে আইসিসির পক্ষ থেকে বুলবুলকে ছুটি দিয়েছে। বুলবুল এর আগে সমকালকে জানান, তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করতে চান না। নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই তার। বিসিবির সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। আইসিসি তাকে জানিয়েছে, বিসিবির দায়িত্ব শেষে পুনরায় তিনি আইসিসিতে যোগ দিতে পারবেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com