
শেরপুরের নকলা উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ভিজিডির ৯৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল মজুদের দায়ে আটক করা হয় উপজেলার ৮নং চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর সঙ্গে অবস্থিত নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করেন। গোপন খবরে সেই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৪১ বস্তা চাল উদ্ধারসহ শাজাহান মিয়াকে আটক করা হয়
পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে, সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’