
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচরে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতারা হলেন, জেলার উল্লাপাড়ার সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২২), আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই-গোদরেজ মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে।
এ বিষয়ে কামারখন্দ ওসি আব্দুর রউফ জানান, পরিবারের লোকজন রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে তদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে মরদেহগুলো স্বজনদের হস্তান্তর করা হয়।
Post Views: ২১৪