রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ রুম-

ট্রাক চাপায় ৩ মটরসাইকেল আরোহী নিহত (প্রতিকি ছবি)

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচরে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতারা হলেন, জেলার উল্লাপাড়ার সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২২), আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই-গোদরেজ মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। 

এ বিষয়ে কামারখন্দ ওসি আব্দুর রউফ জানান, পরিবারের লোকজন রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে তদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে মরদেহগুলো স্বজনদের হস্তান্তর করা হয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com