
শেরপুর জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর সদর-৫ আসনের সাবেক এমপি রেজাউল করিম হিরা ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা শেরপুর সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে হামলার আশঙ্কায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় আটক করা হয় সাবেক মন্ত্রী রেজাউল করিম হিরাকে। এসময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তির দাবি জানান। পরে পুলিশ তাকে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
স্ত্রীসহ রেজাউল করিম হীরার আটকের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
Post Views: ১৭৭