
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর আয়াসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় রক্তাক্ত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণা যাওয়ার জন্য ব্রিজ মোড়ে বাসস্ট্যান্ডে অপেক্ষারত ছিলেন আয়াস। এ সময় অজ্ঞাত কয়েকজন যুবক এসে তার গলায় ছুরি ধরে বাসস্ট্যান্ডের পেছনে নিয়ে বেধরক মারধর করে। এ সময় তাকে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮ নং ওয়ার্ডে ভর্তি আছেন।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আয়াস বলেন, কয়েকদিন যাবত একটি পক্ষ আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। আজ সকালে তারা আমাকে মারধরের পরে ছুরিকাঘাত করে। আমি মনে করি এই ঘটনাটি পরিকল্পিত। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ করছে।প্রসঙ্গত, গত কিছু দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার কমিটির মধ্যে নানাবিধ বিষয়ে বিরোধ চলছে। এ ঘটনার জের ধরে সংগঠনের একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিবকে বহিষ্কারের ঘটনা ঘটেছে।