সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাভাবিপ্রবী সাইবার সিকিউরিটি ক্লাবের নেতৃত্বে পরিবর্তন, ঘোষণা হলো দ্বিতীয় কার্যনির্বাহী আংশিক কমিটি

মশিউর রহমান মারুফ, (মাভাবিপ্রবি) প্রতিনিধি:

ছবি- মাহমুদুল এইচ খান ও শেখ নোমান ইসলাম

print news

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাইবার সিকিউরিটি ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (CPS) বিভাগের শিক্ষার্থী মাহমুদুল এইচ খান। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শেখ নোমান ইসলাম।

মাভাবিপ্রবী সাইবার সিকিউরিটি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা সচেতনতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ক্লাবটি সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ, অনলাইন সেফটি, ক্যারিয়ার রোডম্যাপ, সাইবার অ্যাওয়ারনেস এবং সাইবার ভিকটিমোলজি বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল এইচ খান তার বক্তব্যে বলেন, আগামী দিনে শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাইবার সিকিউরিটি ট্রেনিং, CTF প্রস্তুতি কার্যক্রম, ডিজিটাল সেফটি অ্যাওয়ারনেস এবং ক্যারিয়ার গাইডলাইন সেশন আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিগতভাবে আরও দক্ষ, সচেতন ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তিনি আরও জানান, একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই ক্লাবের প্রধান লক্ষ্য।

অন্যদিকে সাধারণ সম্পাদক শেখ নোমান ইসলাম বলেন, ডিজিটাল যুগে নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজন। ক্লাবের শুরু থেকেই যুক্ত থাকার কারণে এই সংগঠনের প্রতি তার দায়িত্ববোধ অনেক গভীর। তিনি ক্লাবের উপদেষ্টা মতিউর স্যার, ইশতিয়াক স্যার এবং জিয়া স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দিকনির্দেশনাই ক্লাবের অগ্রযাত্রার মূল প্রেরণা।

তিনি আরও বলেন, বর্তমান সভাপতি মাহমুদুল এইচ খানের নেতৃত্বে নতুন কমিটি টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ও জাতীয় পর্যায়ের CTF প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণে কাজ করবে। পাশাপাশি টাঙ্গাইলবাসীর মাঝে ডিজিটাল সাক্ষরতা ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com