
রংপুরের পীরগাছায় ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
এ বছর উপজেলার ৯টি ইউনিয়নের ৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি ১ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বুশরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও দেবাশীষ বসাক বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। বর্তমান সরকার কৃষকের উন্নয়ন ও উৎপাদন বাড়াতে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনার এই সহায়তা কৃষকদের ব্যয় কমিয়ে আধুনিক কৃষিকাজে উৎসাহিত করবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সরকারি এ প্রণোদনা পেয়ে কৃষকেরা আগাম মৌসুমে মানসম্পন্ন বীজ ব্যবহার করতে পারবে। এতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বোরো আবাদে নতুন উদ্দীপনা তৈরি হবে।





