রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নোবিপ্রবিতে শিবিরের উদ্যোগে ‘রান ফর ইউনিটি’ – শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত দৌড় উৎসব

মো: নাহিদ উদ্দিন চৌধুরী (নোবিপ্রবি) প্রতিনিধি:

ছবি- কালের সকাল

print news

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও পারস্পরিক বন্ধন জোরদারের লক্ষ্যে আয়োজিত হলো ‘রান ফর ইউনিটি’ শীর্ষক দৌড় কর্মসূচি। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ এ স্লোগানে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে বাংলা বাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে কর্মসূচির সমাপ্তি হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ৮২০ জন শিক্ষার্থী এই দৌড়ে অংশ নেন, যার মধ্যে প্রায় ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। প্রায় তিন কিলোমিটার পথব্যাপী এই দৌড়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করা হয়।

প্রথম স্থান অর্জন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহেদুল হক। মোট ৩০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, সকালের ক্যাম্পাস সবসময়ই প্রাণবন্ত। প্রথমবার এত শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে দৌড়াতে পেরে দারুণ লেগেছে। একই পোশাকে, একই লক্ষ্যে দৌড়ানোটা ছিল সত্যিই আনন্দের।

বিজয়ী জাহেদুল হক বলেন,“রান ফর ইউনিটি উইথ শিবির’ সবার জন্য উন্মুক্ত ছিল, তাই অংশ নিতে দ্বিধা হয়নি। প্রতিযোগিতার পরিবেশ ছিল খুবই ইতিবাচক। এমন আয়োজনে অংশ নিয়ে গর্বিত বোধ করছি।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচকতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সবসময় সাংস্কৃতিক ও খেলাধুলা ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও ইতিবাচক ধারা বজায় রাখতে কাজ করছি। ‘রান ফর ইউনিটি’ সেই প্রচেষ্টারই অংশ।”

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com