সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

নিউজ রুম-

ছবি: কালের সকাল

print news

শেরপুরের নকলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা সমাজসেবা কার্যালয় ২০২৫-২০২৬ইং অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় দরিদ্র ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ এর পাশাপাশি উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (২০২৫-২০২৬ অর্থবছর) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১০৫ জন গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুমান হাসান সহ অনেকেই।

অনুষ্ঠান শেষে উপজেলা হলরুমের সামনে দুটি ঔষধি চারা রোপণ করা হয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com