কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানী পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় কৃষকরা কৃষি কাজ করার সময় একটি গাছে সাপটির উপস্থিতি টের পায়। পরে তারা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভুরুংগামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন এবং থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সাপুড়ে মোজাহার আলীর সহযোগিতায় উৎসুক জনতা সাপটির ক্ষতি করার আগেই সাপটিকে উদ্ধার করেন।
পরে অজগর সাপটিকে কুড়িগ্রাম বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।