সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৬৫০ কৃষক পেলেন প্রনোদনার ধানবীজ ও সার

নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ছবি- কালের সকাল

print news

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় উপজেলা কৃষি অফিসের উদ্দেগে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে উফসী ও হাইব্রীড জাতের ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

বিতরণ অনুষ্ঠানে ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী ধানবীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১৮০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সরওয়ার তৌহিদ প্রমুখ।

এই বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com