সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকের ভয়াবহ বিস্তার ও হুমকির প্রতিবাদে ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত

নুরুল আমিন, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

ছবি- কালের সকাল

print news

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের উন্মুক্ত বেচা-কেনা, এর ভয়াবহ বিস্তার এবং মাদকবিরোধী কর্মীদের ওপর হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজারে অগ্রযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সমন্বয়ক রুকনুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আঃ রাজ্জাক, সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ সহ মাদকবিরোধী আন্দোলনের সদস্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু সক্রিয় মাদক ব্যবসায়ী যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রকাশ্য হুমকির মুখে পড়তে হচ্ছে।

ভুরুঙ্গামারী উপজেলার তিনদিকে সীমান্ত থাকায় মাদক কারবারীরা এই উপজেলাকে মাদকের অভয়ারণ্য হিসেবে গ্রহণ করেছে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একটি অপরাধ নয়, এটি সমাজকে ধ্বংসের হাতিয়ার। মাদক ব্যবসায়ীদের হুমকিতে মাথা নত করা যাবে না। প্রশাসনসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

মানববন্ধনে অগ্রযাত্রা ফাউন্ডেশন, মাদকবিরোধী আন্দোলনের সদস্য, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com