
বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টিকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন প্রধান অতিথি মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় মাকসুদা আজিজ লাইব্রেরীর পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের হাতে তিনি এই অসামান্য বই উপহার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ সোনাহাট ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।
বই প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা।
উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময় খবর লেখেন। এদের মধ্যে অনেকেই সৃজনশীল লেখাও লেখেন। বই মানে জ্ঞানের ভান্ডার। এই বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হবে। বই শুধু বিনোদনই নয়, জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, এবং সংস্কৃতির বাহন যা সাংবাদিকদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। বই-ই প্রকৃত বন্ধু।





