রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি:

ছবি-কালের সকাল

print news

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আক্তার মিয়া নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোমরা এলাকা থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোমরা সীমান্ত এলাকা থেকে আমদানি–নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আক্তার মিয়াকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com