বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

ছবি- কালের সকাল

print news

গাজীপুরের পূবাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন গাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন- বিন্দান এলাকার শামীম ,সহ আরো তিনজন উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূবাইল এলাকার বিন্দান এলাকায় কৃষি জমিতে গড়ে ওঠা কসমো কোম্পানি নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ডেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিছ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের সত্যতা পান।অপর দিকে পূবাইল কাজীপাড়া এলাকায় পুকুর ভরাট এর সত্যতা পান ।সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ভরাটে জড়িত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়। বালু ভরাট এর সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র বছরের পর বছর ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। কতিপয় কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com