রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে চাঁদা না দেওয়ায় দোকানে লুটপাট ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

ছবি- কালের সকাল

শেরপুরে চাঁদা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে হামলা করে লুটপাট ও ভাংচুর ও মালামাল ধ্বংস করার অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের জেএস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে একই এলাকার শাহিন মিয়াকে চাঁদা না দেওয়ায় এ হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানান দোকানটির স্বত্বাধিকারী হারেজ আলী। 

ভুক্তভোগী হারেজ আলীর বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে শাহিন মিয়া চাঁদা দাবি করে আসছিলো। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে শাহিন মিয়ার সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে দোকানে হামলা চালায় ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় বলে হারেজ দাবি করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত শাহিন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি ও হারেজ মুলত বন্ধু মানুষ। কয়েকদিন ধরে সে আমার বদনাম করে আসছিলো। তাই আমি রাগান্বিত হয়ে তাকে একটি থাপ্পড় মেরেছিলাম। একারণে সে নিজেই তার দোকানের গ্লাস ভেঙে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। 

বিষয়টি নিয়ে শেরপুর সদর থানার এসআই রাফির সাথে কথা বললে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com