রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দ্রকোনার বাছুর আলগা গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা জার্সি পরিহিত প্রীতি ফুটবল ম্যাচ: গোল শূন্য ড্র

মোঃ সজিব মিয়া,নকলা (শেরপুর):

ছবি-কালের সকাল

শেরপুরের নকলা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা জার্সি পরিহিত দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (উঃ) পীরপাল নুরানীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে, পীরপাল মাদ্রাসা কমিটি ও যুবসমাজের যৌথ উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক তত্বাবধানে এ খেলা অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ব্রাজিল জার্সি পরিহিত ফুটবল দলের সঙ্গে লড়াই করে আর্জেন্টিনা জার্সি পরিহিত ফুটবল দল। তবে উত্তেজনাপূর্ণ ম্যাচটি দর্শকদের হতাশ করে গোল শূন্য ড্র হয়।

প্রধান অতিথি হিসেবে খেলাটি ভার্চুয়াল উদ্বোধন করেন বাছুর আলগা (উঃ) পাড়া গ্রামের কৃতি সন্তান, পীরপাল নুরানীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রাশেদুল আলম।

সম্মানিত প্রথম অতিথি মোঃ রাশেদুল আলম তার ভার্চুয়াল বক্তব্যে বলেন, মাদক রেখে মাঠে চলো মাদক মুক্ত সমাজ গড়ো, “তিন পাড়া, এক হৃদয় – এগিয়ে চলুক ফুটবলের জয়!” 

পীরপাল নুরানীয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম উজ্জ্বল মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মাষ্টার, মাদ্রাসার সভাপতি – মোঃ জাহাঙ্গীর আলম জীবন, আতিকুর রহমান (আকিক) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সমাজ থেকে কৌশলে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে প্রায়শই এধরনের খেলার আয়োজন করা উচিত। এতে করে সামান্য হলেও সমাজ থেকে আস্তে আস্তে অপরাধ নির্মূল হচ্ছে বলে তারা আশা ব্যক্ত করেন। 

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com