
ময়মনসিংহ ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নাবিল( ১২) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উপজেলার পয়ারি ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পয়ারি গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র ছিলেন। সে উপজেলার খালসাইদ কোনা গ্রামের নাজমুল ইসলামের ছেলে। বিষয় টি নিশ্চিত করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি।
ফুলপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষার্থী নাবিল কালিবাড়ি এলাকায় বাবুল মিয়ার রাইস মিলের পাশে কড়ই গাছের ওপরে পাখির বাসা হতে পাখির বাচ্চা আনতে গিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাবিল কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি বলেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়া দিন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর পরিবারের সাথে কথা বলে আইননুসারে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।