রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নুরুল আমিন (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম :

ছবি-কালের সকাল

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

২ জুলাই বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুরুঙ্গামারী’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক শস্য আসাদুজ্জামান, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) রংপুর অঞ্চল অশোক কুমার রায়, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সা়বাদিক বৃন্দ ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও রায়হান নবি।

এতে উপজেলার ৭০ জন কৃষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। পরে পার্টনার প্রোগ্রামের উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com