রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মারুফুর রহমান, শেরপুর:

ছবি-কালের সকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পরিচালিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

সোমবার (৩০ জুন) বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার কাটাখালি ব্রিজসংলগ্ন শহীদ নাজমুল স্মৃতি চত্বরে এ কর্মসূচি বাস্তবায়ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিবুল আলম উসান।

নেতারা বলেন, “পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময় সচেতন ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণ জরুরি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান, জামশেদ আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছোদ্দাহা আনন্দ, চন্দকোনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাব্বি নূর, ছাত্রদল নেতা মারুফ, রিপন, শুভ, স্বাধীন প্রমুখ।

বক্তারা আরও জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com