
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে মানসিক ভারসাম্যহীন এক তরুণী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জানা গেছে, গত দুই মাস পুর্বে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী (২৫) বারমারি বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাত্রি যাপন করে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের খুদ্র ব্যবসায়ীরা এই অপরিচিতা মানসিক ভারসাম্যহীন তরুণীকে খাবার পানীয় দিয়ে সাহায্য করে থাকতেন। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত ২টায় জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদারা জালাল মিয়াকে হাতে-নাতে আটক করে। এসময় পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন।
অভিযুক্ত জালাল মিয়া উপজেলার কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। জানা গেছে, জালাল মিয়া এর আগেও একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে কিন্তু আর্থিক ভাবে স্বচ্ছল ও প্রভাবশালী হওয়ায় পাড় পেয়ে গেছেন।
গত বৃহস্পতিবার জালাল মিয়া কর্তৃক মানসিক ভারসাম্যহীন অপরিচিতা ঐ তরুণীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এমন চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ি থানা পুলিশ শনিবার (২৮ জুন) রাতে ধর্ষিতা তরুণীকে থানায় নিয়ে আসেন এবং যথাযথ প্রক্রিয়ায় নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি জালাল মিয়াকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।