রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে রৌমারী থেকে অপহরণকৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিউজ রুম-

গ্রেফতারকৃত অপহরণ মামলার প্রধান আসামি সালমান হোসেন

গ্রেফতারকৃত অপহরণ মামলার প্রধান আসামি সালমান হোসেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে অপহরণকৃত ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শেরপুর জেলার বাজিতখিলা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। একইসঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি সালমান হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। 

গত শনিবার (২৮ জুন) রাত ১২টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযুক্ত সালমান হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের বাসিন্দা এবং শাহাদাত হোসেনের ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের মায়ের দায়েরকৃত এজাহার অনুযায়ী, গত ৯ জুন ফরিদপুর জেলার কোতোয়ালী থানার বাসিন্দা বাদী তার সন্তানদের নিয়ে বেড়াতে যান কুড়িগ্রামের রৌমারী থানাধীন তার বোনের বাড়িতে। সেখানে এলাকার বখাটে যুবক সালমান হোসেন স্কুলছাত্রীটির প্রতি কু-নজর দেয় এবং প্রেমের প্রস্তাব দেয়।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে সালমান তার বাবা শাহাদাত হোসেনকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান। ভিকটিমের মা বিয়েতে রাজি না হলে ১৭ জুন দুপুর দেড়টার দিকে স্কুলছাত্রীটি তার খালার বাড়ি থেকে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

এমন চাঞ্চল্যকর ঘটনার পরদিন ভিকটিমের মা কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে র‍্যাবের দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। পরে রোববার (২৯ জুন) গ্রেপ্তারকৃত সালমান হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com