রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৪৭ বছর পর নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে সিজার অপারেশন সম্পূর্ণ

নিউজ রুম-

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শেরপুরের নকলা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৭ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো সাদিয়া (১৯) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশনের দায়িত্ব পালন করেন গাইনি চিকিৎসক ডা. উম্মে রাকিবা জাহান মিতু , এনেস্থেসিয়া ডা.রিয়াজুল করিম, সহকারী মেডিকেল অফিসার ডা.নাইমা ইসলাম পিংকি, সিনিয়র নার্স মিনা খাতুন ।

নবজাতকের বাবা হাবিবুল্লাহ্ বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।

এ প্রসঙ্গে নবজাতকের নানী বলেন, আমরা আর্থিক ভাবে অতোটা স্বচ্ছল না। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে সিজার করানোয় আমার আর্থিক ভাবে খুবই উপকৃত হয়েছি এবং হাসপাতালের কর্তব্যরত সকল চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর রহমতে নবজাতক ও তার মা সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা বলেন, ১৯৭৮ সালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কোনো অপারেশন থিয়েটার না থাকায় এতদিন এ এলাকার লোকজনকে জেলা শহর শেরপুর যেতে হয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।

তিনি আরও বলেন, শেরপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন স্যারের সার্বিক সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করতে সক্ষম হয়েছি। এখন থেকে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত অপারেশন করা যাবে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com