
ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ শুক্রবার (২৭ জুন) সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে চোর হারুন মোল্যাকে (৫০) আটক করা হয়। এ সময় চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়। হারুন ওই গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। শুক্রবার সকালে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে গরুর মালিক অসিত সরকার জানান, রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়াল ঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।
এ প্রসঙ্গে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।