রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে চুরি হওয়া বাসসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

নিউজ রুম-

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চুরি হওয়া একটি বাস উদ্ধারসহ আন্তঃজেলা বাস চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান।

গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলেন, ফুলবাড়ীয়া উজানপাড়া, পৌরসভা ২নং ওয়ার্ডের মোঃ হাসমত আলীর ছেলে শাহাদত হোসেন (২২), লক্ষীপুরের রায়পুর উপজেলার ৫নং ওয়ার্ডের মধ্যপূর্ব চরবংশী এলাকার শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে আরিফ ইসলাম নিলয় (২০)।

এ প্রসঙ্গে পুলিশ জানায়, গত শনিবার (২১ জুন) ফুলবাড়ীয়ার মিলেনিয়াম ফিলিং স্টেশন থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাস (নং: ময়মনসিংহ-ব-১১-০১৩৪) চুরি হয়। বাসটির মালিক সিরাজুল ইসলাম সুরুজ থানায় অভিযোগ করলে, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে বাসটি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত বাসটির মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com