
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বেলাই বিলে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বেলাই বিলের বক্তারপুর ইউনিয়নাধীন নলী ব্রিজ, নাগরী ইউনিয়নের শিমুলিয়া ও জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির ৩ হাজার পিস এবং কৈ ও শিং ৫০ হাজার পিসসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছের প্রায় ৫৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিগত (১৮ জুন) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক), কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্মতা মো. ইসমাইল হোসেন সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে বক্তারপুর ইউনিয়ন নলী ব্রীজ এর প্বার্শে ৪ মন মাছের পোনা অবমুক্ত করেন, এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন এর কর্মকর্তা বৃন্দ।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মৎস্য প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন,এই বিলের অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে, তাই আমরা উপজেলা মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিনে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছি, এতে করে মাছের চাহিদা মিটাতে পারবে ব’লে আশা করা যাচ্ছে, প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা মাছের পোনা অবমুক্ত করছি।