রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

নিউজ রুম-

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত মোঃ বাবুল মিয়া

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত মোঃ বাবুল মিয়া

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. বাবুল মিয়া (৫২)। সোমবার (২৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠিয়েছে ঝিনাইগাতী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

ধর্ষণের স্বীকার ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্তের প্রতিবেশী ভাতিজি।

গতকাল রোববার (২২ জুন) দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। আজ সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে স্কুলছাত্রীর মা জানান, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে সে এমন ঘটনা আরও ঘটিয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলাভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু গতকাল রোববার (২২ জুন) দিবাগত রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই জানেন না এবং ষড়যন্ত্রের স্বীকার তিনি।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে গ্রেপ্তার করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

প্রিয় পাঠক,

আপনিও দৈনিক কালের সকাল-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ kalersokal1996@gmail.com