বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ২০২৫, বিপিএল সিজন ১১ নামেও পরিচিত, এটি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ মৌসুম, যা বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। লিগটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে, বিপিএল গভর্নিং কাউন্সিল সাতটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছিল, যারা টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্সের ড্রাফটের সময় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।গত বিপিএলে অংশ নেওয়া সব দল এখনো পরের আসরে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয়নি জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশির ভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দু-একটা দল এখনো সিদ্ধান্ত জানায়নি।’সেই দলগুলো সিদ্ধান্ত জানালে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করা হবে। তবে এর আগেই অবশ্য প্লেয়ার্স ড্রাফটের সময় ঠিক করে ফেলেছে বিসিবি।নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘বাকি দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করলে পরের পদক্ষেপ ঠিক করব। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’বিপিএলের আগে-পরে ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ ক্রিকেট দলের। ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা। প্রায় মাসখানেক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাটিয়ে বিপিএলে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।দেড় মাস বিপিএলে খেলার পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।