গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশা লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত অপর দুই শিক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছেন লেগুনা ও অটোরিকশা চালক।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। ওই সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল এন্ড কলেজের ছাত্র। ৩ জনই এবার এইচএসসি পরীক্ষার্থী।
নিহত মেহরাব(১৭) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের মহিবুল্লার ছেলে।আহত সহপাঠি আমিনুল ইসলাম (১৭) কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে, ঋত্বিক সাহা(১৯) পূবাইল ৪১ ওয়ার্ডের ছিকুলিয়া এলাকার বিজয় সাহার ছেলে। আহত লেগুনা চালক হাফিজুল নরসিংদী জেলার পলাশ থানার মতিরচর গ্রামের আসলামের ছেলে, অপর আহত অটো চালকের পরিচয় মেলেনি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্কুল শিক্ষার্থীদের বহন করা অটোরিকশাটি টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে উঠলেই টঙ্গীগামী দ্রুত গতির লেগুনাটি আটোটিকে মুখোমুখি আঘাত করে। ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালকসহ ৫ জন। দুই শিক্ষার্থীকে স্থানীয় করমতলা খৃষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অপর শিক্ষার্থী মেহরাবকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেহরাবকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান জানান অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে। অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।