রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আমাদের কথা
  7. আলোকচিত্র (ছবি)
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. গ্রাম বাংলা
  12. জাতীয়
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
কালের সকাল নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ পিছ ইয়াবাসহ ২ জন ও ২০০ গ্রাম গাজাসহ ১ জনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ঃ৪০ মিনিটে উপজেলার বিশগিরিপাড়া এলাকা হতে ৩৫ পিছ ইয়াবাসহ মোঃ নবী হোসেন(২৮)ও সুমন মিয়া(২৬) নামের দুইজন ও অন্য দিকে একই রাতের ১১ঃ১০ মিনিটে উপজেলার নয়াবিল এলাকা থেকে ২০০ গ্রাম গাজাসহ আহসান হাবিব হেলাল(৪৫) নামক আসামীকে গ্রেফতার করার পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশগিরিপাড়া ও নয়াবিল এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় দুই এলাকা থেকে মোট তিনজন  যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে গাজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া এলাকার মৃত জাফর আলী’র ছেলে নবী হোসেন ও লালু মিয়ার ছেলে সুমন মিয়া। অন্যদিকে উপজেলার নয়াবিল এলাকার মৃত ইমান আলী’র পুত্র আহসান হাবিব(হেলাল)।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া জানান, গ্রেফতারকৃত তিনজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - Uncategorized