
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় ২৯ নভেম্বর শনিবার বাঁশখালী উপজেলা মিলনায়াতন কক্ষে যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী (মহসিন) । সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য এডভোকেট মোঃ সরোয়ার কামাল,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক জুনায়েদ রাছেল, যুব উপ প্রধান এক মোঃ মাহমুদুর রহমান, যুব উপ প্রধান দুই ফয়সাল হোসেন, কার্যকরী পর্ষদ সদস্য- মাহবুবুল আলম বাপ্পি, সিরাজুল করিম হিরো,মোঃ রাকিব রায়হান,এছাড়া বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঁশখালী একটি উপকূলীয় অঞ্চল যা প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে বেড়ে উঠেছে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষকে সচেতন করতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি কার্যক্রম আরও গতিময় করতে যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা দল ঘোষণা করেন এবং উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সহশিক্ষা কার্যক্রমের আওতায় আনার প্রতিশ্রূতি দেন।
অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণ দাশ তার বক্তব্যে যুব রেড ক্রিসেন্ট বাঁশখালী উপজেলা ইউনিটের কার্যক্রমসমূহ ভুয়সী প্রশংসা করেন। তিনি নতুন বছরে উপজেলায় শতভাগ রেড ক্রিসেন্ট দল গঠন করার নির্দেশনা প্রদান করেন ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়, যা স্থানীয় যুব সমাজের দুর্যোগ প্রস্তুতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নতুন গতি যোগাবে বলে আশা করা হচ্ছে।





